দামুড়হুদায় গরিবদের নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি টগর

শেখ হাসিনা ঘর দিচ্ছেন আর খালেদা জিয়া মানুষ মারছেন
দামুড়হুদা অফিস/প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের অসহায় গরিব দুস্থদের নতুন ঘর নির্মাণের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে একের পর এক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন ঠিক সে সময়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সাথে নিয়ে পেট্রোলবোমা মেরে একের পর এক নিরীহ মানুষ হত্যা করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামূখি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন এটা উনার সহ্য হচ্ছে না। দেশের মানুষ ভালো থাকুক এটা উনি চান না। উনি এতিমদের টাকা মেরে বিদেশে পাচার করবে আর নিরীহ মানুষ না খেয়ে মরবে এটাই উনার চাওয়া-পাওয়া। শেখ হাসিনা গরিবদের নতুন ঘর নির্মাণ করে দিচ্ছেন আর খালেদা জিয়া মানুষ পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে এটাই দু নেত্রীর মধ্যে পার্থক্য।
গতকাল সোমবার বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ শিরোনামে আশ্রায়ণ প্রকল্প-২’র আওতায় সরকারিভাবে বরাদ্দকৃত দু লাখ ২১ হাজার ৬৯৪ টাকা ব্যয়ে দামুড়হুদা ব্রিজপাড়ার বাসিন্দা মৃত ইউসুফ আলীর স্ত্রী শামসুন্নাহারের নতুন ঘর নির্মাণকাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, প্রিন্সিপাল কামাল উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, নাজির হামিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, আ. সালাম ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ।

Leave a comment