স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়নে সরকারি বিভিন্ন বিভাগের কার্যক্রমের সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব সভার কার্যবিবরণী পাঠ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের কার্যক্রম আলোচনা পূর্বক সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক শেখ হামীম হাসান, পুলিশ সুপার রশীদুল হাসান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, ওজোপডিকোরর নির্বাহী প্রকৌশলী আবু হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা মশিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন ।
সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিঅরডিবি) ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম বৃদ্ধি করতে হবে। ঋণ আদায়ের হার সন্তোষজনক নয়। উঠোন বৈঠক করে সদস্যদের সচেতন করে তুলতে হবে। বাল্যবিয়ে রোধে মনিটরিং জোরদার করতে হবে। কাবিখার কাজ শুরু করতে হবে। মাতৃত্বকাল ভাতা কার্যক্রমের উপকারভোগীদের ব্যাংক হিসাব দ্রুত সময়ের মধ্যে খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের ওপর গুরত্বারোপ করা হয়। নীতিমালা অনুযায়ী গাছরোপণ ও কর্তন করার জন্য বনবিভাগকে নির্দেশ দেয়া হয়। সভায় জানানো হয়, রেলপথ পাহারায় ২১৬ জন আনসার সদস্য ও সড়কে ১০টি পয়েন্টে আনসার ডিউটিরত আছে।
পুলিশ সুপার রশীদুল হাসান সভায় জানান, যেসকল খোলা জায়গায় পেট্রোল বিক্রি হচ্ছে তা প্রশাসনকে অবহিত করতে হবে। সড়কে তাঁরকাটা ফেলে রেখে যান চলাচলে অসুবিধা করার চেষ্টা চলছে। সে কারণে সতর্কতার সাথে চলাচল করতে হবে এবং এদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে। সড়ক বিভাগ স্পিড ব্রেকারগুলো রং করলে যান চলাচলে সুবিধা হয়।
এছাড়া সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রাখা, ভূমি উন্নয়ন কর, পৌর কর, বিদ্যুত বিল ও টেলিফোন বিল পরিশোধ করা, তথ্য অধিকার আইন মেনে চলা , জেলা তথ্য বাতায়ন হাল নাগাদকরণ, মাল্টিমিডিয়ায় ক্লাশরুম ও শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট কার্যক্রমে গতি সঞ্চার করার নির্দেশ দেয়া হয় এবং প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হবে ।
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
