আস্থা ভোটে জয় পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট আস্থা ভোটে জিতে দলে নিজের নেতৃত্ব ধরে রাখতে সক্ষম হয়েছেন। এ বিজয়ের পর তিনি দলের অনৈক্য অবসানের ঘোষণা দিয়েছেন। এ্যাবোটের দল লিবারেল পার্টিতে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে রোববার ভোটাভুটির আয়োজন করা হয়। এতে দলের ৬১ জন সংসদ সদস্য এ্যাবোটের পক্ষে ভোট দেন। তার বিপক্ষে ৩৯টি ভোট পড়ে। এ্যাবোটের নেয়া কিছু ভুল পদক্ষেপের কারণে তার জনপ্রিয়তা টালমাটাল হয়ে পড়লে শুক্রবার দলের পেছনের সারির নেতারা এ্যাবোটের নেতৃত্বের পরীক্ষা নেয়ার দাবি তোলেন। তবে আস্থা ভোটে জিতে এ সব বিষয় পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এ্যাবোট। একবার সরকার গঠন করে প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেললে পরবর্তী সুযোগ না পাওয়া পর্যন্ত সেই সরকার ও প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখা উচিত বলেও জানান তিনি।

Leave a comment