যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার কাছে এক বাড়িতে শনিবার এক বন্দুকধারীর হামলায় সাত বছরের এক শিশুসহ চারজন নিহত ও দুজন আহত হয়েছে। হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে। ডগলাস কাউন্টির শেরিফের কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট গ্লেন ড্যানিয়েল জানান, আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এতে মোট সাতজনকে গুলি করা হয়। আহত শিশু দুটি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উল্লেখ করে ড্যানিয়েল বলেন, পারিবারিক কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।