ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন লরেন্স

মাথাভাঙ্গা মনিটর: এবার ভ্যানিটি ফেয়ার নামে এক ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নগ্ন হয়ে ছবি তুললেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবিতে তার শরীরে একটি বোয়া কনস্ট্রিক্টর সাপ ছাড়া আর কিছুই দেখা যায়নি। ম্যাগাজিনটির ফ্যাশন এবং স্টাইল ডিরেক্টর জেসিকা ডিয়েল বলেন, লরেন্স শক্তি, যৌনতা, রসবোধ এবং পুরুষালী ভঙ্গিমার এক অপূর্ব সংমিশ্রণ এবং কেবল তার পক্ষেই এ ধরনের একটি ছবিকে ফুটিয়ে তোলা সম্ভব।