মহেশপুর প্রতিনিধি: বর্তমান ডিজিটাল বাংলাদেশ, মহেশপুর উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের সকল কার্যক্রম হবে ডিজিটাল এবং হাসপাতালের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিকমানের মডেল হাসপাতালে রূপান্তরিত করা হবে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতির ভাষণে এমপি নবী নেওয়াজ এ কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন- মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন, ইউএফপিও ডা. তাহাজ্জেল হোসেন, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, স্বাস্থ্য কমিটির সদস্য এমদাদুল হক বুলু, মেডিকেল ডাক্তার আব্দুস সালাম, ডা. নাসির উদ্দিন প্রমুখ। এমপি নেওয়াজ হাসপাতালের একটি সম্মেলন কক্ষ নির্মাণের ঘোষণা দেন।