স্টাফ রিপোর্টার: ঢাকা ও কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। যশোরে ৱ্যাবের এনকাউন্টারে নিহত হয়েছে এক যুবক। গতকাল রোববার ভোরে এ পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গত শনিবার রাতে কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কালা স্বপন (৩৯) নিহত হন। গতকাল রোববার ভোরে যশোরে ৱ্যাবের সাথে কথিত এনকাউন্টারে রাজু ওরফে ভাইপো রাজু (৩৬) রাজধানীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জসিম (২৫) নামে এক যুবক। ৱ্যাবের দাবি, উভয়পক্ষে গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে রাজু নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিহত রাজু যশোর শহরের গাড়িখানা রোড এলাকার আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে যশোরের সাবেক পিপি এজেডএম ফিরোজের ছেলে অর্নব হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, গতকাল শনিবার সকালে সদর কোর্টবাড়ি এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বেরোলে ভাটপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্বপনের সহযোগীরা। এ সময় পুলিশও পাল্ট গুলি ছোঁড়ে। পরে স্বপনের গুলিব্ধি লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮টি মামলার আসামি বলে জানান ওসি। রাজধানীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত জসিম (২৫) কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কি-না তা জানা যায়নি। হরতাল-অবরোধে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিলো বলে কর্মকর্তারা জানিয়েছেন।