স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখপাড়ার সুমন, সবুজ ও শ্যাঁকড়াতলাপাড়ার বিপুলকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতপরশু শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ফেরিওয়ালার কাছ থেকে লুঙ্গি ও থ্রিপিস ছিনিয়ে নেয় ৫ যুবক। এ অভিযোগ করে নরসিংদী জেলার বাশাইল গ্রামের মৃত বাচ্চুর মিয়ার ছেলে আবুল কালাম। তিনি বলেন, ফেরি করে শাড়ি-কাপড় ও থ্রিপিস বিক্রি করে বেড়াই। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিন্সপ্লাজা মার্কেটের অদূর থেকে এক যুবক বলে আমাদের বাসায় চলেন বাড়িতে থ্রিপিস নেবে। কালাম তার কথামতো পাশের গলিতে যাওয়ার পর ৫ যুবক এসে আমাকে মেরে ১৪টি লুঙ্গি, ৪টি থ্রিপিস নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করে। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাদেরকে আটক করে। আজ আদালতে সোপর্দ করা হতে পারে।