আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে ভ্রাম্যমাণ আলদালত পরিচালনার মাধ্যমে বাসি-পচা মিষ্টি বিক্রি, খাবার অযোগ্য ফল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধযান আলমসাধুর ওপর ৫ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে মিষ্টির হোটেল, ফল ভান্ডার, ফার্মেসি, ভ্যারাইটিজ স্টোর ও ৩টি আলমসাধুর মালিকের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে সনি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখার ও বিক্রির দায়ে দোকানের মালিক ডা. আব্দুস সাত্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। শরিফ ফল ভান্ডারে খাবার অযোগ্য পচা ফল বিক্রির দায়ে দোকানের মালিক শরিফকে ৫শ টাকা, শ্রেষ্ঠ মিষ্টান্ন ভান্ডারের বাসি-পচা মিষ্টি বিক্রির দায়ে মালিক রমেশকে ২ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০ কেজি মিষ্টির রস ফেলে দেন। পাশেই আমাদের স্টোরের মেয়াদোত্তীর্ণ কসমেটিক ও টুথপেস্ট বিক্রির দায়ে মালিক বিভাষ পাল উজ্জ্বকে দু হাজার টাকা জরিমানা করেন। এ সময় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে ও জেহালা মোড়ে ৩টি আলমসাধুর মালিককে ১শ টাকা করে ৩শ টাকা। মোট ৫ হাজার ৮শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।