ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার রানীনগর গ্রামে আকমল বিশ্বাস নামে এক কৃষকের এক বিঘা জমির পানবরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তারা ওই কৃষকের বাড়িতেও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আকমল বিশ্বাস জানান, ভোর সাড়ে ৩টার দিকে কে বা কারা তার বাড়ির একটি ঘরের জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে তারা ঘুম থেকে জেগে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার কিছুক্ষণ পরেই বাড়ির পাশে তার এক বিঘা জমির ওপরে আবাদকৃত পানবরজে আগুন জ্বলতে দেখতে পান। তখন তারা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পানক্ষেতটি অনেকাংশ ভস্মীভূত হয়ে যায়। তবে শত্রুতামূলকভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি জানান।
গৃহকর্তার স্ত্রী আনোয়ারা খাতুন জানান, শত্রুতামূলকভাবে আমাদের বাড়ি ও পান খেতে আগুন দেয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি। শৈলকুপা দমকলবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।