জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ হরতাল ও অবরোধে নাশকতা চালিয়ে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীরকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার ভোররাতে শহরের দৌলৎগঞ্জপাড়ার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়াও গতকাল শনিবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ফন্টু নামে এক যুবদল কর্মীকে। সে জীবননগর পোস্টঅফিসপাড়ার মৃত মোহাম্মদ ঈশার ছেলে।
গ্রেফতারকৃত শাহজাহান কবীরকে হরতাল-অবরোধে আগুন দিয়ে বাস পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার আদালতে নেয়া হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আজ রোববার ফন্টুকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।