জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা হলরুমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, যুগ্মআহ্বায়ক শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকীবিল্লাহ, জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রারামাণিক ও গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাউর-অর-রশীদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি আকরাম হোসেন সন্টু ও সাধারণ সম্পাদক আ.ফ.ম সালাউদ্দীন কবীরসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পাভেল মেহমুদ আব্দুর রব, ইঊছুফ আলী, জিয়াউর রহমান, আশাদুস জামান, আসাদুজ্জামান, আব্দুল আলেক, জাসান ইমাম, আব্দুস ছালাম, নুর কুতুবুল আলম, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ও রবিউল করিম শপথ গ্রহণ করেন।