জীবননগর ব্যুরো: গতকাল শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির ৬১/৭-এস পিলারের শূন্যরেখা বরাবর বেনীপুর ডিসপোট নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ো এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি-ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার রুস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার এসআই নরেন্দ্র সিং। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের খবর নিশ্চিত করেছেন।