জামায়াত–শিবির বিএনপির অপতৎপরতা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গতকাল চুয়াডাঙ্গা-কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে। দেশে অবরোধ-হরতালের নামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ জুড়ে চরম নৃশংসতার প্রতিবাদ ও বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেশে অবরোধ-হরতালের নামে খালেদা জিয়ার মানুষ পুড়িয়ে মারার রাজনীতি প্রতিরোধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা জাসদ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। এ সময় তিনি বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতার পরাজিত শক্তি পাকিস্তানের দালাল জামায়াত-শিবির, বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে। হরতাল অবরোধের নামে তালেবানি কায়দায় পেট্রোলবোমা মেয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করছে। ১৫ লাখ পরীক্ষার্থী ও দেশের জনগণকে জিম্মি করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের এ অপতপরতা রুখতে দেশের সকল শ্রেণির মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আর ও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাসদের আহ্বায়ক এম সবেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি ছারোয়ার হোসেন, লাভলু রহমান, জেলা জাসদের দপ্তর সম্পাদক আসির উদ্দিন কলম, দামুড়হুদা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, পৌর জাসদের সাবেক সভাপতি আতিয়ার রহমান, আলুকদিয়া ইউনিয়ন জাসদের সভাপতি আ. আজিজ, ৯ নং ওয়ার্ড জাসদের সভাপতি শফিউর রহমান রতন, আবুল হাসেম, হারদী ইউনিয়ন জাসদের সাংগাঠনিক সম্পাদক মিলনুর রহমান, মিন্টু রাজ, উজ্জল, শরিফ ও হাবিব।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, ‘শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী এক হও, বর্বর খালেদা জিয়ার রোষানলে পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা জাসদের আয়োজনে কুষ্টিয়া শহরের এনএসরোডে এ মানববন্ধন হয়। মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। তিনি বর্তমান পরিস্থিতি সর্ম্পকে বলেন, দেশের সাধারণ জনগণ সহিংস রাজনীতির বলি হচ্ছে। অবরোধ-হরতালের নামে নাশকতা সৃষ্টি করা হচ্ছে। চলন্ত বাস-ট্রেনে পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এ পরিস্থিতি চলতে পারে না। দেশবাসী শান্তি চায়। সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহসভাপতি আমিরুল ইসলাম মকলু, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম, জাসদের সাবেক সভাপতি শাহাবুব আলী, কোষাধ্যক্ষ ও পৌর কাউন্সিলর আক্তার হোসেন, সহসম্পাদক শাখাওয়াত হোসেন পল্টু, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, মিরপুর উপজেলা যুবজোটের সভাপতি আব্দুল আলীম, যুবনেতা আবু বক্কর সিদ্দিকী, রফিক আহম্মেদ হাবলু, শহর জাসদের নেতা নুরুল ইসলাম ফিলিম, লিয়াকত আলী, তানভীর হুজুর, মজনু শেখ, পলাশ, নুরুজ্জামান খাজা, কাজল শাহা, মিজানুর রহমান মিজান, শহর যুবজোটের সভাপতি আলমগীর হোসেন শাহীন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, শহর যুবজোটের নেতা আবু তৈয়ব বাদশা, ডালিয়া পারভীন, হৃদয়, মিতুল, শান্ত, সদর থানা জাসদের নেতা ডা. অচিন্ত, বশির পাঠান, জেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামীন, সুইট, বোরহান প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকচত্বরে সমাবেশে মিলিত হয়।