স্টাফ রিপোর্টার: চালমান এসএসসি পরীক্ষা নিবিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগও বিশেষ দায়িত্ব পালন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকালও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দীন দুদুসহ নেতৃবৃন্দ বহু ভাগে বিভক্ত হয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশেষ দায়িত্ব পালন করেন। অভিভাবকদের সাথেও কথা বলেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএসসি পরীক্ষাসহ সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ দায়িত্ব পালনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপাতি শরীফ উদ্দীন দুদুসহ সকল নেতৃবৃন্দ পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নেন। নিরাপত্তাহীনতায় ভোড়া পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথেও আলোচনা করেন নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জামায়াতের রক্তপিপাসু খালেদা জিয়ার থাবা থেকে সকল কোমলমতী শিক্ষার্থীদের রক্ষার্থে ছাত্রলীগ প্রস্তত। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি দায়িত্ব পালনে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতমরা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দীন তারেক, পৌর ছাত্রলীগের সভঅপতি জাবিদ, সাধারণ সম্পাদক সজল, সহসভাপতি হাসান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শফি, দপ্তর সম্পাদক তাপু প্রমুখ।