গাংনীর আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ৫ ছাত্রকে পেটালেন প্রধান শিক্ষক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রামনগর আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক পেটালেন তার বিদ্যালয়ের দশম শ্রেণির ৫ ছাত্রকে। আহত অবস্থায় আলামিন হোসেন, ওয়াসিম হোসেন, সাগর মিয়া, রুবেল হোসেন ও রকিবুল ইসলামকে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে তারা বিদ্যালয়ে গিয়ে অ্যাসেম্বলিতে যোগ দেয়। অ্যাসেম্বলি শেষে প্রধান শিক্ষক একটি ছড়ি দিয়ে তাদের বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে তাদের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থনে ক্ষত হয়। অবস্থা বেগতিক দেখে বিদ্যালয়ের লোকজন তাদেরকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার জের ধরে প্রধান শিক্ষক তাদের ওপর প্রতিশোধমূলক মারধর করেছে বলে অভিযোগ আহত ছাত্রদের।

এদিকে এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদের ভালোর জন্য শাসন করা হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আদেশ দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।

Leave a comment