আন্দুলবাড়িয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে জখম

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আদালতে বিচারাধীন জমির সীমানায় গাছ কাটাকে কেন্দ্র করে জীবননগরের কাশিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার করেছে। আহতদের মধ্যে রাখি বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত এক দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাশিপুর শাহপাড়ার মৃত আফছার আলীর ছেলে আরশেদ আলীর সাথে প্রতিবেশী ভুটে শাহ ছেলে নজু শাহ সাথে বাড়ির জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে বিরোধপূণ জমির মামলাটি আদালতে বিচারাধীন।

প্রতিবেশী সূত্র জানায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে ওই বিরোধপূর্ণ জমির সীমানায় ১টি মেহগনি গাছ ভুটে শাহ’র ছেলে নজু শাহ কাটাছিলো। এ সময় আরশেদ আলী বাঁধা দিয়ে মামলার রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে উভায়পক্ষ তর্ক-বির্তক ও কথা কাটাকাটি করাকালে নজু শাহ, মনা শাহ’র ছেলে শাহীন শাহ, আব্দুল খালেকের ছেলে সুজন, ও রকি শাহ সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার সাবল নিয়ে প্রতিপক্ষ আরশেদ আলী, তার স্ত্রী রাখি বেগম ও ছেলে আরজাম আলীর ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীগণ বলছেন, হামলায় রাখি বেগমের পেটের মধ্যে সাবল দিয়ে ও ছেলে আরজাম আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহতদের গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবনতি দেখা দিলে তাদের উন্নত চিকিৎসার জন্য কতব্যরত চিকিৎসক যশোরে রেফার করেন। রাতেই সেখানে ভর্তি করা হলে রাখি বেগমের অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন। গতকাল শনিবার সকালে রাখি বেগমকে ঢাকায় নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যারা দাবি করছেন। এ ব্যাপারে জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফর কবীর মাথাভাঙ্গা এ প্রতিবেদককে বলেন, আরশেদ আলী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল পুলিশ অভিযুক্ত দাঙ্গাবাজ নজু শাহকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। পুলিশ গতকাল শনিবার গ্রেফতারকৃতকে আদালতে সোর্পদ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।