শিক্ষার্থীদের মধ্যে নিষিদ্ধ হলো সুন্দরী প্রতিযোগিতা

মাথাভাঙ্গা মনিটর: তামিলনাড়ুর স্কুল কলেজে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করেছেন মাদ্রাজ হাইকোর্ট। গতকাল শুক্রবার তামিলনাড়ু সরকারের প্রতি এ নির্দেশনা জারি করা হয়। সুন্দরী প্রতিযোগিতা ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক কোনো প্রভাব তৈরি করে না বলে এ ধরনের প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। আদালত তার পর্যবেক্ষণে আরো বলেছেন, ৱ্যাম্পে হাঁটা ইঞ্জিনিয়ারিঙের একজন ছাত্রীকে কীভাবে দক্ষ ইঞ্জিনিয়ার হতে সহায়তা করে তা আদালতের বোধগম্য নয়। এক অভিভাবকের দায়ের করা পিটিশনের জবাবে এ আদেশ দেন আদালত। ২০১৩ সালে চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ার কলেজে সেরা সুন্দরীর খেতাব যেতেন ওই অভিভাবকের মেয়ে। কিন্তু বিজয়ীর পঁচিশ লাখ রুপি দেয়নি আয়োজক। এরপরই ওই পিটিশন দায়ের করা হয়। পুরস্কারে অর্থের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত পাঁচ লাখ রুপিও দাবি করেছেন তিনি। এ বিষয়ে ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।