মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক দুটি অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলার আকুবপুর ও সদর উপজেলার কালিতলা ব্রিজের কাছে ওই অভিযান চালানো হয়। আটককৃতরা হচ্ছে- হাড়াভাঙ্গা গ্রামের সলেমান মণ্ডলের ছেলে আজমাইন হোসেন (২৪) ও মদনাডাঙ্গা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আলামিন (২২)।
ডিবির ওসি আক্তারুজ্জামান জানান, সকাল ৭টার দিকে মদনাডাঙ্গা-আমঝুপি সড়ক দিয়ে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় চুয়াডঙ্গার আলামিনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থান থেকে আজমাইন হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। দুজনকেই মামলাসহ স্ব স্ব থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।