মেহেরপুর অফিস: মেহেরপুর অনুসন্ধান ক্রীড়াচক্রের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে হটাৎপাড়া মাঠে ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে নিমতলা একাদশ ইলেভেন শূটারের মোকাবেলা করে। টসজিতে নিমতলা একাদশের অধিনায়ক জিহাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইলেভেন শুটার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারের খেলায় ৬ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জীবন সব্বোর্চ ৫৯ রান করেন। ১১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৮.৪ ওভারে জয়ের লক্ষে পৌঁছায় নিমতলা একাদশ। দলের পক্ষে সবুজ সব্বোর্চ ৩৪ রান করেন। ইলেভেন শূটারের পক্ষে মুন্না দুটি উইকেট লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাহিনুর জামান পলেন, অনুসন্ধান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডটকমের বার্তা সম্পাদক ও অনুসন্ধান ক্রীড়াচক্রের যুগ্মসম্পাদক রাশেদুজ্জামান এবং আয়োজক কমিটির সদস্য শিহাব সৈকত, আব্দুস সালাম, আব্দুল, আঙ্গুর প্রমুখ। লিগে মোট ১২ টি দল অংশ নিচ্ছে।