মাথাভাঙ্গা মনিটর: মাটি খুঁড়ে আট কেজি ওজনের সোনার চাকা পেয়েছেন চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের এক পশুপালক। এটির ওজন প্রায় পৌনে আট কেজি। এক প্রতিবেদনে বলা হয়েছে, আলটের কিনঘে কাউন্টির পশুপালক বেরেক সোউট এ সোনার চাকাটি আবিষ্কার করেন। এটির ওজন ১৭ পাউন্ড (৭ দশমিক ৮৫ কেজি)। সোনার চাকাটির ৮০ ভাগই খাঁটি (সাধারণত সোনার চাকাগুলো ৮০ থেকে ৯০ শতাংশ খাঁটি হয়)। ২৩ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১৮ সেন্টিমিটার প্রস্থের ওই সোনার চাকটির দাম পড়ে দু লাখ ৫৫ হাজার ৩১৩ মর্কিন ডলার। এর আগে ২০১০ সালে আলটেতেই ১ দশমিক ৮৪ কেজি ওজনের সোনার চাক আবিষ্কৃত হয়েছে।