দামুড়হুদায় জাকের পার্টির দাওয়াতি র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশের বাধার মুখে জাকের পার্টির দাওয়াতি ৱ্যালি পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ শরিফে যোগদান উপলক্ষে জাকের পার্টি দামুড়হুদা থানা শাখার উদ্যোগে আলোচনাসভা ও দাওয়াতি ৱ্যালির আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে স্টেডিয়াম সংলগ্ন মাঠে দামুড়হুদা উপজেলা জাকের পার্টির সভাপতি জসিম উদ্দিন চকলার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবফ্রন্টের সভাপতি রুস্তম আলী মল্লিক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি আ. সামাদ চুনু, দামুড়হুদা থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ওলি হোসেন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আজগার আলী, দামুড়হুদা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের নেতা তরিকুল, হাফিজুল, মোজাফ্ফর, আ. ছাত্তার, কামরুজ্জামান বাবু, হেকমত আলীসহ উপজেলা ৭টি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার সকল পর্যায়ের নেতাকর্মীগণ। আলোচনা শেষে স্টেডিয়াম মাঠ থেকে এক দাওয়াতি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক হয়ে ব্রিজরোড ঘুরে সোনালী ব্যাংকের সম্মুখে পৌঁছুলে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাবলুর রহমান, এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মিছিল থামিয়ে দেন এবং মাইক বন্ধ করে চলে যেতে বলেন।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা জাকের পার্টির সভাপতি জসিম উদ্দিন চকলা বলেন, আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরে আমাদের ওরশ শরিফ আছে। আমরা আগামী ১৪ ফেব্রুয়ারি দামুড়হুদা থেকে রওনা হবো। তারই প্রস্তুতি সভা শেষে দাওয়াতি মিছিল বের করা হয়।