টিপ্পনী

 

খবর:(দামুড়হুদার মোক্তারপুর ভৈরব নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ)

 

ওরা বেজায় ক্ষমতাবান জানি

জোর-জুলুমে আটকে রাখে পানি

নেইকো ওদের তিল পরিমাণ ভয়

সবখানে তাই কাম করে নয় ছয়।

 

কিভাবে যে ওদের মুলো মোটা

ভোগিজোগি করে হাঁকায় কোঠা

হেসে হেসে দেয় মেরে কুল-জাত

ওদের নাকি লম্বা বিরাট হাত।

 

খাল বিল নদ জিম্মি ওদের হাতে

বাঁধ দিয়ে কয় কী হয়েছে তাতে

জবাব দিলে হবেই হবে খবর

যম ভয়ানক মানুষ ওরা যবর!

 

-আহাদ আলী মোল্লা