চুয়াডাঙ্গায় ২০ দলীয় জোটের বিশেষ মোনাজাত

 

স্টাফ রিপোর্টার: প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদজুমা চুয়াডাঙ্গা বায়তুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জবাবার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন, আবু আলা সামুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, পৌর বিএনপি সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মফিজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার অধিকাংশ মসজিদেই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।