স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মাউপ যুব সমবায় সমিতি লিমিটেডের দীর্ঘ মেয়াদী সঞ্চয় আমানতকারী সদস্যদের মাঝে চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। একই সাথে সর্বোচ্চ শেয়ার ও সঞ্চয় জমাদানকারী সদস্যদের মাঝে পুরস্কারও তুলে দেয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ইসলামপাড়া মোড়ের অদূরে সমিতির কার্যালয়ে চেক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার মনজুর কাদের।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির সভাপতি রাকিব হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সমিতির সদস্যদের হাতে চেক ও পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম সুলতান, চুয়াডাঙ্গা পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়ার ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা ফটোকপিয়ার মালিক সমিতির সহসভাপতি রুবায়েত ইসলাম, হিলফুল ফুজুল বহুমুখি সমবায় সমিতির সম্পাদক মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ কামার হোসেন, নারীর ক্ষমতায়ন বিষয়ক উপকমিটির সভানেত্রী জুলেখা নাছরীন, ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শাহামিনা বেগম। এছাড়াও অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা ও সকল উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির সর্বোচ্চ শেয়ার আমনাতকারী হিসেবে সদস্য বাবলু কুমার শর্মা, সর্বোচ্চ সঞ্চয় আমানতকারী হিসেবে সাজ্জাদুর রহমান ও সহকারী সদস্যদের মধ্যে সর্বোচ্চ আমানতকারী হিসেবে ছামউল্লাকে পুরস্কৃত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সম্পাদক মুহা. করিম হোসেন বকুল। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সমাজকমী সৌরভ মাহমুদ।