চীনে আগুনে ১৭ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আগুনে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে একটি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। হুইডং কাউন্টির একটি পাইকারি বাজারের গুদামঘরের চারতলায় রাত প্রায় ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে।