গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আকরাম হোসেন। যশোরের চৌগাছা থানা থেকে বদলি হয়ে গতকাল শুক্রবার দুপুরে তিনি গাংনী থানায় যোগদান করেন। বিদায়ী ওসি রিয়াজুল ইসলাম যোগদান করবেন অন্য থানায়।
আকরাম হোসেনের জন্মস্থান খুলনার রূপসায়। দাম্পত্য জীবনে তিনি দু ছেলেমেয়ের জনক। দুপুরে গাংনী থানায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে গাংনীর শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার চেষ্টা অব্যহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দায়িত্ব পালনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।