গাংনীতে স্বামী-স্ত্রীর একসাথে বিষপান : স্ত্রীর মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে স্বামী-স্ত্রী একসাথে বিষপান করেন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রোজিনা খাতুন (৪০) মারা যান। মৃত্যুর সাথে লড়ছেন স্বামী দিনমজুর বুজুর আলী (৪৫)। পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তারা বিষপান করেন।

বুজুর আলীর বোন নেকজান খাতুন জানান, অভান অনটনসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে সন্ধ্যার আগে নিজ বাড়িতে স্বামী-স্ত্রী একসাথে বিষপান করে। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রোজিনার মৃত্যু হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেলিম উদ্দীন জানান, ওয়াশ করে বিষ ওঠানোর সময় রোজিনার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বুজুর আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি বুজুর আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক।

বুজুর আলীর প্রতিবেশী জালাল উদ্দীন জানান, বিষপানের পর তারা দুজনে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা ধরে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌছুতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রী বিষক্রিয়ায় আক্রান্ত হন বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এমকে রেজা।