স্টাফ রিপোর্টার: গণবিরোধী ভূমিকা পালনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপকর্ম ও পরিচয় তালিকাভুক্ত করে রাখতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জোটের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের নেতাকর্মী ও জনসাধারণের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, আমরা ২০ দলের নেতাকর্মী ও জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি এলাকা পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ সতর্ক পর্যবেক্ষণে রাখুন খুনি, নির্যাতনকারী ও গণবিরোধী ভূমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের অপকর্মের তথ্য ও তাদের নাম-পরিচয় তালিকাভুক্ত করে রাখবেন। তাদের প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে রাখবেন। আগামীতে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে ২০ দলের পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা সমূহেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।