আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ক্রিকেটে চুয়াডাঙ্গা টেলিকম চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা টেলিকম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে জয়লাভ করে সিমফোনি-স্মাইল একাদশ টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা টেলিকমকে ব্যাটিঙের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা টেলিকম ১৭৪ রান সংগ্রহ করে।

জবাবে সিমফোনি-স্মাইল একাদশ ১৪১ রানে অলআউট হয়। খেলায় সবোর্চ্চ ৬১ রান করেন মিজানুর রহমান ও সবোর্চ্চ ৫ ইউকেট লাভ করে পুরস্কার জিতে নেন রাব্বী। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা টেলিকমের স্বত্বাধিকারী রিঙ্কুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা টেলিকমের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সিসি ইনচার্জ মোহাম্মদ শামস, ঝিনাইদহ জেলা সিসি ইনচার্জ আনিছুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিগণ।