মুজিবনগর প্রতিনিধি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিকলীগ। গতকাল শুক্রবার বিকেলে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড় মানববন্ধন শেষে যাত্রী ছাউনীর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগের সম্মোলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী। বক্তব্য রাখেন কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা আবুল কালাম। মানববন্ধন ও সমাবেশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।