হরতাল-অবরোধ ও নাশকতার বিরুদ্ধে গাংনীতে ১৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ

 

গাংনী প্রতিনিধি: দেশের চলমান হরতাল-অবরোধ ও নাশকতার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের গাংনীতে ১৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ শ্রমিক-কর্মচারী পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ডাকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতিক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

দুপুর পৌনে একটা থেকে একটা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতারের সামনে কর্মসূচিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবু, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলন, দোয়েল ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জিনারুল ইসলাম দিপু ও মনিরুল ইসলাম প্রমুখ।