সরোজগঞ্জ শাহাপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

সরোজগঞ্জ প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদরের শাহাপুর হেলাল উদ্দীনের বাড়িতে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। কুতুবপুর ইউনিয়নে শাহাপুর গ্রামের মৃত বাবুর আলীর ছেলে হেলাল উদ্দীনের বাড়িতে আগুন লেগে বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।