বেগমপুর আকন্দবাড়িয়ার বেল্টুর ফেনসিডিল ফেলে দৌড়!

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া রায়পাড়ার বেল্টু পুলিশ দেখে ফেনসিডিল ফেলে দৌড় দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। ফেনসিডিল ব্যবসায়ী বেল্টুর নামে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া রায়পাড়ার সিরাজুল ইসলামের ছেলে ফেনসিডিল চোরাকারবারী বেল্টু (২২) ফেনসিডিল বহন করে দর্শনার দিকে আসছিলো। এ সময় বেল্টু তার বাড়ির সামনে রাস্তার ওপরে উঠতেই দেখে বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শিকদার মনির হোসেন। পুলিশ দেখে বেল্টু ফেনসিডিল ফেলে দেয় দৌড়। পুলিশ ঘনাস্থল থেকে উদ্ধার করে ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ক্যাম্পের টুআইসি এএসআই লিটন বাদী হয়ে গতকালই বেল্টুর নামে মামলা দায়েরসহ উদ্ধারকৃত ফেনসিডিল থানায় সোপর্দ করেছেন।