নিখোঁজ শাখাওয়াতের খোঁজ মিললো মর্গে

স্টাফ রিপোর্টার: নিখোঁজের ১৫ দিন পর গতকাল বৃহস্পতিবার একমাত্র ছেলে শাখাওয়াত হোসেনের (১৯) সন্ধান পেলেন মা সুফিয়া বেগম। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। পরিবারের পক্ষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে শাখাওয়াতের লাশ গ্রহণ করেন তার খালত ভাই রিপন ভূঁইয়া। রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে দু যুবক নিহত হন। এদের একজন শাখাওয়াত হোসেন, অপরজন মুজাহিদুল ইসলাম (৩৩)। মুজাহিদুল এক সপ্তারও বেশি সময় নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মুজাহিদুলের লাশ শনাক্ত করেন তার ছোট ভাই জাহিদুল ইসলাম। সুফিয়া বেগম জানান, তিন বছর ধরে ফার্মগেটের উত্তরণ টায়ার নামের একটি দোকানে চাকরি করতো ছেলে। ২১ জানুয়ারি দুপুরে ছেলে হোটেলে ভাত আনতে গেলে শাদা পোশাকের লোকজন তাকে মাইক্রোবাসে তুলে নেয়। এ ব্যাপারে উত্তরণ টায়ারের ব্যবস্থাপক শাহ আলম তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি নিজে ঢাকায় এসে ২৭ জানুয়ারি তেজগাঁও থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা করে তিনি গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ফিরে যান। সুফিয়া বেগম বলেন, আজ (বৃহস্পতিবার) মামলাটি গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্ত করতে দেয়া হয়। এজন্য আমি ঢাকা আসছিলাম। কিন্তু সকালে ঢাকা থেকে খবর পাই, আমার ছেলের লাশ মর্গে আছে। নিহত শাখাওয়াতের খালাত ভাই রিপন বলেন, শাখাওয়াত রাজনীতি করত, এমন কথা কখনো শুনিনি।