দামুড়হুদায় পেট্রোল না পেয়ে মোটরসাইকেল মালিকরা ভোগান্তির শিকার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোলা বাজারে পেট্রোল বিক্রি বন্ধ করায় স্থানীয় মোটরসাইকেল মালিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পেট্রোল না পেয়ে অনেকেই মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে দিনব্যাপি এ দৃশ্যই চোখে পড়েছে। ভোগান্তির শিকার উপজেলা সদরের একাধিক মোটরসাইকেলচালক জানান, দামুড়হুদা উপজেলা সদরের তেলপাম্পটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া যারা জ্বালানি তেলের ডিলার তারা কেউ পেট্রোল বিক্রি করেন না। তারা সকলেই সার, ডিজেল বিক্রি করেন। আমরা অনেকটা বাধ্য হয়েই খোলা বাজার থেকে পেট্রোল কিনি। সেগুলোও যদি বন্ধ করে দেয়া হয় তাহলে আমরা মোটরসাইকেল চালাবো কীভাবে। এ বিষয়ে খোলা বাজারে পেট্রোল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা দু বিশ লিটার করে আনি তাই আপনারা পেট্রোল পাচ্ছেন। এখন লোকনাথপুর, দর্শনা অথবা কার্পাসডাঙ্গায় চলে যান। দামুড়হুদার প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি সদয় দৃষ্টিতে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বলেন, এমনিতেই খোলা বাজারে পেট্রোর বিক্রির নিয়ম নেই। এছাড়া কৌশলগত কারণেই বর্তমানে খোলা বাজারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।