দামুড়হুদায় অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদসভা

 

দামুড়হুদা প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকে দেশব্যাপি হরতাল, অবরোধ আর নৈরাজ্যের প্রতিবাদে দামুড়হুদায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদসভা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহিন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক কাজল, ছাত্রলীগ নেতা ইমরান, জুয়েল, আরিফুল, হৃদয়, হোসাইন, তুষার, বাবু, বিপ্লব, ফরহাদ। উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সহসভাপতি শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু বকর, ছাত্রলীগ নেতা রাসেল, রায়হান, রুবেল, নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা তৌহিদ তুহিন, রাজীব, জুয়েল, বাধন, শুভ, রিপন, রাজন, মাহাবুল, লিমন, সাগর প্রমুখ। বক্তারা বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, অবরোধ আর নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সভা পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল করিম।

Leave a comment