এমআর কচি: নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদীরক্ষায় সরকার যখন গ্রহণ করেছে নানামুখি কর্মসূচি ঠিক তখনই কিছু অসাধু ব্যক্তি দামুড়হুদার মোক্তারপুর ঐতিহ্যবাহী ভৈরব নদীতে বাঁধ দিয়ে করছে মাছচাষ। ফলে পানির অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে ধানচাষ।
এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার নিচ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীটি এক সময় ছিলো স্রোতসীনি। বর্তমানে নদীটি ভরাট হয়ে এখন বিলুপ্তির পথে। কিছু কিছু জায়গায় পানি থাকলেও তা এখন দখলদারদের কবলে ভরাট হওয়ার পথে। এলাকার কৃষকরা বলেছেন প্রতি বছর ভৈরব নদী থেকে পানি তুলে সেচের মাধ্যমে আমরা ধানচাষ করে থাকি। বাঁধ দিয়ে মাছচাষ করার কারণে পানি তুলতে দিচ্ছে না দখলদাররা। ফলে ধানচাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি ভৈরব নদীট বাঁচাতে নদীকে দখলমুক্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে।