জীবননগর মারুফদাহের মিজা বোমাসহ গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: সন্ত্রাসী জামালের সহযোগী জীবননগর উপজেলার মারুফদাহ গ্রামের মিজানুর রহমান মিজাকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজাকে মাঠের মধ্যে তাড়িয়ে ধরার পর পুলিশ তার নিকট থেকে দুটি বোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মিজাকে বাজার থেকে প্রকাশ্যে আটক করা হয়। এরপর তাকে বোমা দিয়ে চালান দেয়া হয়।

থানা সূত্রে জানানো হয়, জীবননগর উপজেলার মারুফদাহ গ্রামের মিজানুর রহমান ওরফে মিজা সন্ত্রাসী জামালের সহযোগী। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলো। গতকাল বুধবার তাকে গ্রামের একটি মাঠের ভেতর তাড়িয়ে ধরে ফেলে পুলিশ। এ সময় তার নিকট থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মিজাকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment