জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী লুৎফরকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ জীবননগর-কালীগঞ্জ সড়কের হাসাদহ জোড়া মাইল নামক স্থানে একটি করিমন থামিয়ে করিমনে থাকা গুড়ের বস্তা তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ করিমনের যাত্রী মাদকব্যবসায়ী লুৎফরকে আটক করে। ফেনসিডিল উদ্ধারের সংখ্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, দু বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নির্দেশে এসআই আবুল হাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জীবননগর-কালীগঞ্জ সড়কের হাসাদহ জোড়া মাইল নামক স্থানে একটি করিমন থামিয়ে তল্লাশি চালায়। এ সময় করিমনে থাকা গুড়ের বস্তার ভেতর থাকা ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় পুলিশ করিমনের যাত্রী মাদকব্যবসায়ী লুৎফরকে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ী লুৎফর রহমান জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মৃত রহিম মণ্ডলের ছেলে।