চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলার মামলায় আরও একজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় মামলায় বিএনপিকর্মী সিঅ্যান্ডবিপাড়ার জুড়োন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কেদারগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে আদলতে সোপর্দ করা হতে পারে।

গত ২০ জানুয়ারি রাতে শহরের ১ নং পানির ট্যাঙ্ক এলাকায় একদল দুর্বৃত্ত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই হামলায় আহত হন গাড়িচালক কনস্টেবল জিন্নাহ আলী (৫০)।

এ ঘটনায় ওই রাতেই চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারে ২৫ জনের নাম লিপিবদ্ধ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ার আব্দুল জলিলের ছেলে বিএনপিকর্মী জুড়োন আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এএসআই জগদীশসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার করেন।