গাংনীতে প্রাথমিক শিক্ষকদের মিলনমেলা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলনায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার আবুল আমিন, জেলা শিক্ষা অফিসার এসএম তৌফিকুজামান। উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজামান শিপু ও জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।