খুলনা বিভাগের দশ কারাগারে দ্বিগুণ আসামি

 

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগের চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ ১০টি কারাগারে প্রায় দ্বিগুণ আসামি রয়েছে। কারাগারগুলোতে ধারণক্ষমতা রয়েছে ৫ হাজার। আসামি রয়েছে ৮ হাজার ৪শ। ধারণক্ষমতা অনুযায়ী মহিলা আসামির সংখ্যা ঠিকই রয়েছে। চুয়াডাঙ্গা জেলা কারাগারে তিনশ বন্দির স্থলে রয়েছে প্রায় ৬শ।

জানা গেছে, ধারণক্ষমতার চারগুণ আসামি রয়েছে সাতক্ষীরায়। ১০টি কারাগারের মধ্যে খুলনায় ৬০৮ জনের জায়গায় ১ হাজার ৩৯৭, বাগেরহাটে ৪শ জনের জায়গায় ৫১৬, সাতক্ষীরায় ৪শ জনের জায়গায় ১ হাজার ৬২৫, যশোরে ১ হাজার ৯১৯ জনের জায়গায় ১ হাজার ৬৮৬ জন, ঝিনাইদহে ২শ জনের জায়গায় ৪৮১, মাগুরায় ১৭২ জনের জায়গায় ৩৯৮, চুয়াডাঙ্গায় ৩শ জনের জায়গায় ৫৮৮, নড়াইলে ২শ জনের জায়গায় ২৭৯, কুষ্টিয়ায় ৬শ জনের জায়গায় ১ হাজার ৫৬ ও মেহেরপুরে ২শ জনের জায়গায় ৩২০ জন রয়েছে। এদিকে সহিংসতা দমনে পুলিশ খুলনা বিভাগের ১০ জেলা থেকে বিএনপি ও জামায়াতের ১ হাজার ৬৭৫ জনকে আটক করেছে। এর মধ্যে রয়েছে- বিএনপির ১ হাজার ৯২ জন ও জামায়াতের ৫৮৩ জন। পাশাপাশি সহিংসতার বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে ৬৬টি মামলা হয়েছে।