ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের পানচাষি পরেশ চন্দ্র দাস (৪২) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার ভাই সমেশ দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন। হত্যা ঘটনার একদিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে বা কোন রহস্য উদ্ধার করতে পারেনি।
এলাকাবাসীর ধারণা, বরজে হয়তো চোরেরা পান চুরি করতে এসেছিলো। তা দেখে ফেলায় পরেশকে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মামলার আইও থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য ও হত্যাকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত বুধবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের নিজ পানবরজে তাকে গলায় গামছা পেচিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।