কালীগঞ্জে চাতালে পেট্রোলবোমা ও হাতবোমা নিক্ষেপ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের একটি চাতালে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত বুধবার রাতে উপজেলার পাইকপাড়া রোডের দরবেশ মিয়ার চাতালে এ পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাতাল মালিক লাল মিয়া আতঙ্কের মধ্যে রয়েছেন।

এলাকাবাসী জানায়, গত বুধবার রাত ২টার দিকে কে বা কারা একটি পেট্রোলবোমা ও একটি হাতবোমা নিক্ষেপ করে। পেট্রোলবোমাটি বিস্ফোরিত হলেও হাত বোমাটির বিস্ফোরণ ঘটেনি। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, যেটি নিক্ষেপ করা হয়েছিলো তা পেট্রোলবোমা নয়। আর অবিস্ফোরিত বস্তুটি প্রকৃত বোমা কি-না সন্দেহ রয়েছে। বোমাটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর এটি বোমা কি-না জানা যাবে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।