কুড়ুলগাছি প্রতিনিধি: সরকারি বিধি উপেক্ষা করে কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি বাজরে প্রতিদিন শ শ লিটার পেট্রোল বিক্রি করছে। দেশজুড়ে চলমান নাশকতারোধে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ থাকলেও বিক্রেতারা তা মানছেন না। তারা দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি ইউনিয়নের দর্শনা থেকে মুজিবনগর সড়কের মোড়ে মোড়ে বোতলজাত করে অবৈধভাবে দেদারছে পেট্রোল বিক্রি করছে। ২০ দলের আহূত অবরোধ ও হরতালে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ পেট্রোল ও অকটেন দিয়ে বোমা তৈরি করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। মহাসড়কের পাশে পেট্রোল বিক্রি করায় দুর্বুত্তরা সহজভাবে এসব দাহ্য পদার্থ পেয়ে যাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এ দু ইউনিয়নের দর্শনা থেকে মুজিবনগর মহাসড়কের মোড়ে মোড়ে এবং বিভিন্ন বাজারে প্রায় অর্ধশতাধিক ক্ষুদ্রব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল বিক্রি করছেন।
কুড়ুলগাছির প্রতাবপুর, চণ্ডিপুর বাজার, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, আনন্দবাজার, কুড়ুলগাছি বাজার, ধান্যঘরায়, দুর্গাপুর মোড়ে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন মোড়ে, কার্পাসডাঙ্গা ব্রিজমোড় বাজার, কার্পাসডাঙ্গা বড়বাজার, কার্পাসডাঙ্গা মুচি বটতলামোড়ে, চন্দ্রবাস বাজার, গচিয়ারপাড়ার মোড়ে, আটকবর মোড়ে, জগন্নাথপুর বাজারসহ অর্ধশতাধিক ক্ষুদ্রব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল বিক্রি করছেন।
গত বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পেট্রোল বিক্রেতারা মহাসড়কের পাশে বোতল ও কন্টেইনার ভর্তি পেট্রোল বিক্রি করছে। প্রয়োজনমতো মোটরসাইকেল ও যানবাহন চালকরা ও ক্রেতারা পেট্রোল কিনে নিচ্ছেন। কার্পাসডাঙ্গা ব্রিজ বাজারে ও কুড়ুলগাছি বাজারে পেট্রোল বিক্রেতা দুজন জানান, আমাদের পেট্রোল বিক্রি করার বৈধ লাইসেন্স নেই। তবে মুদিমনিহারি দোকানের পাশাপাশি এটাও বিক্রি করছি। এদিকে কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পেট্রোল বিক্রি রোধে বিশেষ অভিযান শুরু করলে তবেই বন্ধ হবে বলে সচেতনমহল মনে করে।