ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবমৈত্রীর সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মামুন অর রশিদকে সম্পাদক করে ৯ সদস্যের এ কমিটি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় গঠন করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে মামুন অর রশিদকে সম্পাদক করে গঠিত ৯ সদস্যের কমিটির সদস্যরা হলেন- কমরেড গোলজার হোসেন মাস্টার, আহসান হাবীব, আব্দুল মান্নাফ, নাজমুল হক, নওয়াজ আলী, শফিউদ্দীন শিপন ও সানোয়ার হোসেন।

কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি কমরেড সিরাজুল ইসলাম শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি কমরডে আনোয়ার হোসেন বিশ্বাস, ইউনুস আলী, শান্তি, জামাত আলী, খলিলুর রহমান মাস্টার প্রমুখ।