ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সোহাগপুর গ্রামে বুধবার সকালে দু পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সোহাগপুর গ্রামের জামাল, কামাল ও গাড়াবাড়িয়া গ্রামের বুলুকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার সোহাগপুর গ্রামের হেলাল-দুলাল ও কাচারিতোলা গ্রামের কাবুল শেখের মধ্যে ২৮ বিঘা জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল বুধবার সকালে উভয়গ্রুপ জমি দখর করতে গেলে সংর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় দু গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।