স্টাফ রিপোর্টাল: ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে সহিংসতা ও পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার প্রতিবাদে দু দিনের কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত দেশব্যাপি শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ স্থানে দাঁড়িয়ে প্রতিবাদ এবং দুপুর ১টায় ১ মিনিট সড়ক, নৌ ও রেলসহ সকল যানবাহনের হর্ন বাজিয়ে প্রতিবাদ ও ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ১ মিনিট বাঁশি বাজাবেন।
আগামী শনিবার বেলা ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে সকল শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা-নারী যুব-ছাত্র-সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশা সংগঠনের নেতাদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। সেখান থেকে গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহবায়ক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।