মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদ এখন রোনালদোকে ছেড়ে দিলে তাকে প্রায় ৩০ কোটি পাউন্ডে (প্রায় ৪০ কোটি ইউরো) বিক্রি করা যাবে। পর্তুগালের এই তারকা ফুটবলারের এজেন্ট বিবিসি স্পোর্টকে এ তথ্য দিয়েছেন।
রোনালদোর মূল্য কতো? এ প্রশ্নের উত্তরে তার এজেন্ট হোর্হে মেন্দেস বিবিসির ক্রীড়া সম্পাদককে বলেন, ক্রিস্তিয়ানো রোনালদো? ১০০ কোটি(পাউন্ড)। তার বাইআউট ক্লজ ১শ কোটি, সুতরাং এটা ১০০ কোটি। তার মতো কাউকে কেনা অসম্ভব। তবে কোনো কারণে ক্লাব তাকে আগামীকাল ৩০ কোটি পাউন্ড (৩৯ কোটি ৭০ লাখ ইউরো) বিক্রি করার সিদ্ধান্ত নিলে তা কেউ দিয়ে দেবে, যোগ করেন তিনি। টানা দ্বিতীয়বার ফিফা-ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন মেন্দেস।